ইরান আটকে রেখেছিল জাহাজ, অবশেষে দেশে ফিরলেন ভারতীয় তরুণী
Iran: ২৫ জন নাবিক ও কর্মীর মধ্যে এমএসসি-এরিজ কার্গো ভেসেলে ১৭ জন ভারতীয় ছিলেন। গত ১৩ এপ্রিল জাহাজটি ইরানের বিদ্রোহী বাহিনী আটক করে। সেখান থেকেই এদিন দেশে ফিরলেন আন টেসা জোসেফ। ভেসেলে থাকা বাকি ১৬ জনের সঙ্গেই যোগাযোগ রাখা হচ্ছে।
আন টেসা জোসেফে কোচি বিমান বন্দরে স্বাগত জানানো হয়।
নয়াদিল্লি: জাহাজ আটক করেছিল ইরান। অবশেষে দেশে ফিরলেন কেরলের সেই তরুণী। তেহরানে ‘ইন্ডিয়া মিশন’ই ফিরিয়ে আনল তাঁকে। নাম আন টেসা জোসেফ। কেরলের ত্রিশূরের বাসিন্দা তিনি। বিদেশমন্ত্রক জানিয়েছে, বৃহস্পতিবার কোচি বিমানবন্দরে পৌঁছন তিনি।
২৫ জন নাবিক ও কর্মীর মধ্যে এমএসসি-এরিজ কার্গো ভেসেলে ১৭ জন ভারতীয় ছিলেন। গত ১৩ এপ্রিল জাহাজটি ইরানের বিদ্রোহী বাহিনী আটক করে। সেখান থেকেই এদিন দেশে ফিরলেন আন টেসা জোসেফ। ভেসেলে থাকা বাকি ১৬ জনের সঙ্গেই যোগাযোগ রাখা হচ্ছে.
জাহাজটি সিজ হওয়ার পর ইন্ডিয়ান মিশন ইরান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে। এমএসসি এরিজে থাকা ভারতীয় ক্রু মেম্বারদের নিয়মিত খবর নেওয়া হচ্ছে। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ার সঙ্গে এ নিয়ে কথা বলেছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এদিন আন টেসা জোসেফ দেশে ফেরার পর এস জয়শঙ্কর ‘ইন্ডিয়া ইন ইরান’-এর প্রশংসা করেন। লেখেন, ‘মোদীর গ্যারান্টি ঘরে বাইরে সবসময়ই কাজ করে।’