রাজস্থান রয়ালসই চ্যাম্পিয়নশিপের পথে?

জয়পুর, 23 এপ্রিল: বৃষ্টিবিঘ্নিত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে 9 উইকেটে হারাল পিঙ্ক ব্রিগেড ৷ সোমবার জয়পুরের ম্যাচে বল হাতে সন্দীপ শর্মার 5 উইকেটের পর ব্যাট হাতে রাজস্তানের জয়ে নেতৃত্ব দিলেন যশস্বী জয়সওয়াল ৷ চলতি আইপিএলে যশস্বী একেবারে তাক লাগিয়ে দিয়েছে তার ন্যাটিং মহিমায়। জ্বালাময়ী ব্যাটিংয়ের সামনে দাড়াতেই পারেনি মুম্বই বোলাররা ৷ 180 রানের লক্ষ্যমাত্রা তাড়া করে আট বল বাকি থাকতেই জয় ছিনিয়ে নিল রাজস্থান৷
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়া ৷ সোয়াই মান সিং স্টেডিয়ামে রোহিত-সহ টপ অর্ডারের ব্যর্থতায় প্রাথমিভাবে হতভম্ভ দেখায় দলকে। পরে অবশ্য লড়াকু ব্যাটিং করে সম্মানজনক স্কোরে দলকে পৌঁছে দেন তিলক বর্মা এবং নেহাল ওয়াধেরা ৷ তিলকের ব্যাটিংয়ে 45 বলে 65 রান আসে৷ 24 বলে ঝোড়ো 49 করেন নেহাল ৷ দুরন্ত স্পেল সন্দীপ শর্মার ৷ 4 ওভারে 18 রান দিয়ে 5 উইকেট তুলে নেন তিনি ৷ সব মিলিয়ে 20 ওভারে 9 উইকেট হারিয়ে 179 রানে শেষ হয় ইনিংস ৷ তারাই পাঁচ বারের চ্যাম্পিয়ন।
মারমুখী মেজাজে ইনিংশ শুরু করেন যশস্বী এবং গত ম্যাচের শতরানকারী জস বাটলার ৷ পাওয়ার প্লে’তে রাজস্থান তোলে 61 রান (বিনা উইকেটে) ৷ তবে বাধ সাধে বৃষ্টি ৷ প্রায় পৌনে এক ঘণ্টা ম্যাচ বন্ধ থাকার পর পুনরায় শুরু হয় খেলা ৷ ফের শুরু হয় ঝড়ো ব্যাটিং। বাটলার 25 বলে 35 করে ক্রিজ ছাড়ে। তবে দমানো যায়নি যশস্বীকে। অধিনায়ককে সঙ্গী করে প্রথমে শতরানের জুটি গড়েন। নিজেও শতরান পূর্ণ করেন বাঁ-হাতি এই ওপেনার ৷ মাত্র 59 বলেই শতরানে পাড়ি দেন তিনি।
যশস্বীর শতরানের জোড়ালো ইনিংশই রোহিতদের হারিয়ে আইপিএলে নিজেদের মাটি শক্ত করল রাজস্থান রয়্যালস .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *