চলছে লোকসভা নির্বাচন, প্রথম দফা এবং দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন শেষ হয়েছে। দোরগোড়ায় তৃতীয় দফার লোকসভা নির্বাচন। আর এই নির্বাচনের মাঝেই কুণাল ঘোষকে নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়। কুণাল ঘোষ যে সব কথা বলেছেন তা যে রাজ্যের শাসক দলকে অনেকটাই অস্বস্তিতে ফেলেছে। কুনাল ঘোষকে দলের বিভিন্ন পদ থেকে সরিয়ে দেওয়ার পর থেকেই কখনও সংবাদমাধ্যমের সামনে, কখনও এক্স হ্যান্ডেলের তিনি বিভিন্ন বিস্ফোরক মন্তব্য করেছেন।
এইসবের মাঝখানেই, আজ শনিবার সকালে কুণাল ঘোষকে সঙ্গে নিয়েই শুরু হল তৃণমূল কংগ্রেসের জরুরি বৈঠক। ডেরেক ও ব্রায়েনের বাড়ি লাগোয়া অফিসেই সেই বৈঠক হচ্ছে বলে সূত্রের খবর। সূত্রের খবর, কুনাল ঘোষ কে নিয়ে এই জট ভোটের মাঝেই শেষ করতে চায় তৃণমূল। এখন দেখার বৈঠক শেষ হবার পর এই অস্বস্তি মেটে কিনা তৃণমূলের।
সূত্রের খবর, আজ সকালে কুণাল ঘোষকে নিজের গাড়িতে করে ডেরেকের বাড়িতে নিয়ে যান ব্রাত্য বসু। তিন নেতার বৈঠক চলছে সেখানে। যতদূর জানা গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই জরুরি বৈঠক হচ্ছে বলে সূত্রের খবর।