কলকাতা, 4 মে প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গলী বেঙ্গল প্রো টি-20 লিগের ট্রফি উন্মোচন করলেন। এই অনুষ্ঠানে দলগুলি আত্মপ্রকাশ করল ৷ আইপিএলে দিল্লি ক্যাপিট্যালসের সঙ্গে ওতোপ্রোতোভাবে যুক্ত ৷ ফলে ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় লিগে দেশের সেরা ক্রিকেটারদের দেখছেন ৷ আসন্ন টি-20 বিশ্বকাপের জন্য সদ্য ভারতীয় দল ঘোষণা হয়েছে ৷ যা নিয়ে সমালোচকরা তাদের মতো করে ব্যাখ্যা দিচ্ছেন ৷ কিন্তু, প্রাক্তন ভারত অধিনায়ক অজিত আগরকরের নেতৃত্বাধীন জাতীয় নির্বাচক কমিটির বাছা দল দেখে খুশি ও সন্তুষ্ট ৷ একই সঙ্গে প্রবল আত্মবিশ্বাসীও তিনি ৷
টি২০ বিশ্বকাপের 15 সদস্যের টিম নিয়ে খুশি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রাক্তন সভাপতি সৌরভ গাঙ্গুলী। কেএল রাহুল বাদ এবং সঞ্জু স্যামসনের ভারতীয় দলে সুযোগ পাওয়ায়ও সন্ঘতুষ্টট তিনি। শুক্রবার সন্ধ্যায় কলকাতার ইএম বাইপাস সংলগ্ন অভিজাত হোটেলে সিএবির বেঙ্গল প্রো টি-20 লিগের আনুষ্ঠানিক ঘোষণার অনুষ্ঠানে হাজির ছিলেন সৌরভ ৷ তিনি বলেছেন, “সেরা দলই বিশ্বকাপে যাচ্ছে ৷ আসন্ন টি20 বিশ্বকাপের আসরে রীতিমতো শক্তিশালী দল নিয়েই হাজির হতে চলেছে ভারত ৷”
রিঙ্কু সিংয়ের বিশ্বকাপের দলে সুযোগ পাওয়া নিয়ে জল্পনার সৃষ্টি হয়। ক্রিকেটমহল ধরেই নিয়েছিল যে, রিঙ্কু কুড়ি-কুড়ি বিশ্বকাপের মূল দলে থাকবেন ৷ বাস্তবে দেখা গেল রিঙ্কু রয়েছেন রিজার্ভ তালিকায় ৷ এনিয়ে সৌরভ বলছেন, “ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকার মাটিতে টি-20 বিশ্বকাপের সময় স্পিনাররা বড় ভূমিকা নিতে চলেছেন ৷ চার স্পিনারকে দলে রাখতে গিয়েই রিঙ্কুকে রিজার্ভে থাকতে হয়েছে ৷ তার জন্য রিঙ্কুর হতাশ হওয়ার কিছু নেই ৷ বয়স কম ওর ৷ সামনে দীর্ঘ ক্রিকেট জীবন অপেক্ষা করে রয়েছে ওর জন্য ৷”
শুধু রিঙ্কুর বিষয়টি নয়, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল এবং যুজবেন্দ্র চহাল—মোট চারজন স্পিনারকে নিয়ে টি 20 বিশ্বকাপ খেলতে যাচ্ছে রোহিত শর্মার ভারত ৷ চার স্পিনার নেওয়র ব্যাখ্যা হল, “ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকার বাইশ গজ মন্থরই হবে ৷ সেখানে স্পিনারদের বড় ভূমিকা নিতে হবে ৷ আমার মনে হয়, ওখানকরার পরিস্থিতির কথা বিবেচনা করে চার স্পিনারের সিদ্ধান্ত বেশ ভালো হয়েছে ৷”
ঋষভ পন্ত প্রত্যাশিতভাবেই ভারতীয় দলে ফিরেছেন ৷ বিরাট কোহলির স্ট্রাইকরেট নিয়ে বিতর্কে পাত্তাই দিলেন না সৌরভ ৷ চলতি আইপিএলে দুর্দান্ত পারফর্ম করে শিবম দুবেও বিশ্বকাপের ভারতীয় স্কোয়াডে সুযোগ পেয়েছেন ৷ সৌরভের কথায়, “কোহলি, রোহিত, ঋষভরা বরাবরই ম্যাচ উইনার ৷ সেরা দল নিয়েই ভারত বিশ্বকাপে যাচ্ছে ৷ সঞ্জুও ভারতীয় দলে সুযোগ পেয়েছে ৷ আমি ওর জন্য খুশি ৷ এই দলটার মধ্যে সফল হওয়ার সব মশলা রয়েছে ৷”