ডার্বি বাতিল হলেও, আরজি কর কান্ডের প্রতিবাদে অচল বাইপাস

রাজ্য জুড়ে আর জি কর কান্ডের প্রতিবাদের মধ্যেই রবিবার বাংলার ফুটবলের সব থেকে আকর্ষণীয় ও উত্তেজনাময় ডার্বি মোহনবাগান ও ইস্টবেঙ্গলের ম্যাচ ছিল। কিন্তু,বিধাননগর পুলিশ কমিশনারেট নিরাপত্তা দিতে পারবে না বলে শেষ পর্যন্ত এই ম্যাচ বাতিল করা হয়েছে। এই প্রথম স্রেফ রাজনৈতিক কারনে ডার্বি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ তোলেন সমর্থকরা। ম্যাচ বাতিলের ঘোষণায় ক্ষুব্ধ দুই দলেরই সমর্থকরা এদিন বিক্ষোভ দেখায়। তারা আগেই ঠিক করেছিল এবারের ডার্বি ম্যাচে মাঠে গিয়েও তারা আর জি কর কান্ডের প্রতিবাদ করবে। ম্যাচ না হলেও যুবভারতীর ভিআইপি গেটের সামনে যৌথ প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন দুই প্রধানের সমর্থকরা। বিকেল থেকেই সেখানে শুরু হয় জমায়েত। সমর্থকদের পক্ষ থেকে বিধাননগর স্টেশন থেকে মিছিল করে স্টেডিয়ামে আসার ডাক দেওয়া হয়েছে। মোহনবাগান ফ্যানস ক্লাব মেরিনার্স এরিনা এই প্রতিবাদ ভাবনার অন্যতম মুখ।
সংগঠনের প্রধান কৌস্তভ দেবনাথ জানিয়েছেন, দ্রুত হাতে ব্যানার তৈরি করা হয়েছে। মেয়েরা মাঠে কালো পোশাক পরে যেতেন। মিছিলেও তেমনই থাকছে। গ্যালারির পরিবর্তে সামনের রাস্তায় প্রতিবাদ করা হচ্ছে। মোহনবাগান ও ইস্টবেঙ্গলের সমর্থকদের সঙ্গেই যোগ দিয়েছেন কলকাতার আরও এক প্রধান ক্লাব মহমেডানের সমর্থকরাও।
এক নারীর বিচারের দাবিতে পাশে দাঁড়াতে দেখা গিয়েছে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের দুই ফুটবলারকে। উপরে লেখা উই ওয়ান্ট জাস্টিস। স্লোগান উঠেছে, “দুই গ্যালারির একই স্বর, জাস্টিস ফর আরজি কর।” শুধু যুবভারতী নয়, রবিবার বিভিন্ন এলাকাতেই ডার্বির দিন প্রতিবাদ মিছিল ও জমায়েত করার কথা সোসাল মিডিয়ায় প্রচার করেছেন দুই দলের সমর্থকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *