সরকার মিথ্যে মামলা দিয়ে নবান্ন অভিযান আটকাতে চাইছে: দাবি ছাত্র সমাজের

আরজিকর কাণ্ডের ঘটনায় নির্যাতিতার বিচার ও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সোশ্যাল মিডিয়ায় পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ একটি গণ আন্দোলনের ডাক দিয়েছে। কিন্তু এই গণ আন্দোলন ঘিরে বিভিন্ন রাজনৈতিক রঙ লেগেছে। এই আন্দোলনে বিভিন্ন দলের রাজনৈতিক নেতাদের মন্তব্য ও তাঁদের দেখা যাবে কি না তা নিয়ে ধোঁয়াশা তৈরী হয়েছে। তবে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয় এই আন্দোলন অরাজনৈতিক। সোমবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে আহ্বায়ক শুভঙ্কর হালদার ও সায়ন লাহিড়ী জানান, সমাজমাধ্যমে একটি পোস্ট ভাইরাল হয়েছিল যা থেকে ছাত্রদের গণ আন্দোলন। তবে ছাত্র আন্দোলন অরাজনৈতিকভাবে শান্তিপূর্ণ আন্দোলনের দাবি জানায়। প্রত্যেক দলের রাজ্যস্তরের নেতৃত্বের কাছে আবেদন কোনও রাজনৈতিক রঙ এই আন্দোলনে লাগাবেন না। একইসঙ্গে মুখ্যমন্ত্রী এই বিষয়ে কোনও পদক্ষেপ গ্রহণ করেননি ফলে ছাত্রদের এই গণ আন্দোলন। মুখ্যমন্ত্রীর পাশাপাশি পুলিশ কমিশনার ঘটনার দায় নিয়ে পদত্যাগ করেননি। কিন্তু পুলিশ এই ঘটনা চাপা দিচ্ছে।
উদ্বেগ প্রকাশ করে তাঁদের বক্তব্য, এই আন্দোলনের ফলে আমাদের উপর মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা চলছে এবং চাপ সৃষ্টি করা হচ্ছে। ছাত্রদের আন্দোলনে মিথ্যা রটনা প্রসঙ্গে বলেন, এই আন্দোলন যেখানে হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট মন্তব্য করছে না সেখানে রাজ্য প্রশাসন এমন কেন বলছে জানি না।
আগামীকাল ইউজিসি ও নিট পরীক্ষা রয়েছে এই ক্ষেত্রে তাঁদের পরীক্ষার্থীদের কাছে আবেদন প্রথমার্ধে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যাক।
তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মুখপাত্র কুনাল ঘোষ ছাত্র সমাজের নেতা শুভঙ্কর হালদারের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ প্রকাশ্যে তুলে আনেন। সেই বিষয়ে তিনি বলেন, শুধু যৌন হেনস্থা নয় ৩০/৩২টি মামলা রয়েছে নবদ্বীপ থানায় তার নামে। স্কুল শিক্ষক হওয়া সত্বেও রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করায় তাঁকে জেল খাটতে হচ্ছে। এদিন তাঁরা জানান, কলেজ স্কোয়ার ও সাঁতরাগাছি দু জায়গায় জমায়েত করা হবে। এছাড়াও ডিএ আন্দোলনকারীরা সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা হাওড়া ময়দানে জমায়েত করে ছাত্র আন্দোলনকে সমর্থন জানাবেন।
অগ্নিমিত্রার প্রশ্ন পুলিশ আধিকারিককে, নজিরবিহীন বিক্ষোভ

আরজি কর-কাণ্ডের প্রতিবাদে সোমবার বিজেপি যুব মোর্চার ডাকে আসানসোল পুরনিগম মোড় অবরোধ করা হয়। সেখানে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পলের ধমকে আসানসোল দক্ষিণ থানার পুলিশ আধিকারিককে কার্যত পিছু হটতে হটল। এদিন বৃষ্টি মাথায় নিয়েই চলে বিক্ষোভ কর্মসূচি। পুলিশ আধিকারিক কৌশিক কুন্ডু অবরোধ তুলতে গেলে অগ্নিমিত্রা পল বচসায় জড়িয়ে পড়েন।
অবরোধ ওঠার পরেও পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। বিধায়ককে আসানসোল দক্ষিণ থানার ওসি প্রশ্ন করেন, “সঞ্জয় রায় গ্রেফতার হয়ে গিয়েছে, তবু কেন আন্দোলন ?” আর তাতেই রেগে অগ্নিশর্মা হয়ে যান অগ্নিমিত্রা।
এই অবরোধের মাঝে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পলের আক্রমণের তির ছিল আসানসোল দক্ষিণ থানার ওসি কৌশিক কুণ্ডুর দিকে। যদিও ওসি এই বিক্ষোভ থেকে দূরে থাকতে চাইলেও বিজেপি কর্…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *