- হেলিকপ্টার নিয়ে জেলা নির্বাচনী আধিকারিক কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। কমিশনের গাইড লাইন মেনেই কমিশন পদক্ষেপ গ্রহণ করছে বলে জানান অরিন্দম নিয়োগী অতিরিক্ত নির্বাচনী আধিকারিক।
- প্রথম দফায় হোম ভোটিংয়ের ক্ষেত্রে ৮৫ বছরের ঊর্ধ্বে শারীরিক ভাবে অক্ষম মানুষরা সুবিধা গ্রহণ করেছেন। দৃষ্টিহীন ভোটের দের জন্য ব্রেইল পদ্ধতিতে স্লিপ দিচ্ছে। তাদের বাড়িতে গিয়ে ব্রয়লার তৈরি স্লিপ পৌঁছ দেওয়া হচ্ছে। দ্বিতীয় দফায় জন্য অবজারভার দের নিয়োগ করা হয়েছে। নির্বাচনী আচরণ বিধি, সি ভিজিল অভিযোগ জমা পড়েছে। নাকা চেকিং, ফ্লাইং স্কোয়াড টিম, এবং স্টেটিকস সার্ভিলেন্স টিম কাজ চলছে। সারা দেশে ২০১৯ থেকে অনেক বেশি টাকা উদ্ধার হয়েছে ১৩ কোটি ২৯ লক্ষ নগদ সহ মদ মাদক সোনা ২২৩ কোটি ৪১ লক্ষ মত উদ্ধার হয়েছে। ১৫ তারিখের মধ্যে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে। ২৯৯ কোম্পানি ফোর্স দিয়ে দ্বিতীয় দফার নির্বাচন করা হবে। ।
- আজকে ফ্লাইং স্কোয়াড কে বাধা দেওয়া বিষয়ে কমিশনের কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ আসলে খুঁটিয়ে দেখা হবে বলে জানালেন তিনি।