ভালোবাসার পশ্চিমঘাট

🖤 ॥ ভালোবাসার পশ্চিমঘাট ॥ 🖤
🍂বৃষ্টিভেজা পশ্চিমঘাট চাক্ষুস করবার স্বপ্ন বহুদিনের, সময় সুযোগ বুঝে এক ঘন বর্ষায় বেড়িয়ে পড়লাম স্বপ্ন পূরণে ।
তবে এবারের ট্রিপে একা নয়! ফেসবুকে , হোয়াটস্অ্যাপে সিসিটিভি হয়ে বসে থাকা আমাদের রাবণ গোষ্ঠীর ভাই-বোন, দাদা দিদিরা সাঙ্গ-পাঙ্গ হয়ে যোগ দিয়েছিলো দলে দলে ।
প্ল্যানমাফিক কলকাতা থেকে পুণের ফ্লাইটের টিকিট কেটে নিলাম Ease My trip থেকে , যাতায়াত বাবদ পড়লো ১১০০০ মতন।( p/p)
আমাদের হাতে সময় কম ছিল , তাই ফ্লাইট-ই ভরসা ।
কিন্তু একটু , মানে সামান্য একটু কষ্ট যদি সহ্য করতে পারেন তাহলে বলবো হাওড়া থেকে কল্যাণগামী যেকোন ট্রেনের টিকিট কাটুন, তারপর কল্যাণ থেকে ট্রেনে করে লোনাভালা, অথবা হাওড়া থেকে ডিরেক্ট পুণে চলে যান, তারপর পুণে কে বেস করে ঘুরুন । তাতে খরচ অনেকটাই কমবে।
এবার কোথায় কোথায় আপনি আপনার চরণধূলি ফেললে আমার জীবন স্বার্থক থেকে স্বার্থকতর হবে তার একটা ফিরিস্তি বানানো যাক।
চোখ বন্ধ করে প্রথমেই যে নামটা স্বমহিমায় বিরাজমান তা হল –

  1. Lohagad Fort, ( 1050 metres above sea level ) এটি লোনাভালা / খান্ডালা থেকে মোটামুটি ৩০-৩৫ মিনিট,
    সেক্ষেত্রে আপনি অটো বা প্রাইভেট কার নিতে পারেন ।
  2. Tikona Fort : (1066 metres above sea level) লোনাভালা থেকে এটার দূরত্ব মোটামুটি ৫০ কিমি।
    (পায়ে আর মনে জোর থাকলে তবেই উপরিক্ত ফোর্ট দুটোয় যাবেন, যদি ঠাকুর ঠাকুর করে একবার পৌঁছে যান , দেখবেন জীবনের সেরা মুহূর্ত গুলো এতদিন ধরে শুধুমাত্র আপনার অপেক্ষাতেই ছিল বৃষ্টিভেজা হয়ে। প্রসঙ্গত বলে রাখি পায়ে থাকবে ভালো গ্রিপ ওয়ালা জুতো, সাথে রাখবেন টুপি, ছাতা , কটনের রুমাল , রেনকোট,ORS, প্যারাসিটামল, আর সর্দির ধাত থাকলে সর্দির ওষুধ)

এবার একটা গোটা দিন রাখুন শুধুমাত্র ম্যাথেরানের জন্যে!
আমি গ্যারান্টি দিতে পারি, কোনো এক বৃষ্টি ভেজা দিনে আপনি ম্যাথেরানে পা রাখলে “ আহা! কি দেখিলাম, জন্ম-জন্মান্তরে ভুলিবনা” গোছের অনুভূতি নিয়ে ফিরবেন!
আর সেই প্রাপ্তি মনে দাগ কেটে যাবে বহুমাস, বহুবছর, হয়ত বা আজীবনকাল ।
আপনাদের কাছে একটাই অনুরোধ যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছে যান এন্ট্রি গেটে, তারপর টিকিট কেটে হাঁটা শুরু করে দিন, তারপর এক-এক করে Louisa point, Panorama point, Alexander Point
Echo point, One Tree hill point- প্রত্যেকটা পয়েন্ট দেখে ফেলুন, একটাও যেন বাদ না পরে,আর অতি অবশ্যই Neral-Matheran / Matheran to Neral যেকোনো একটা ওয়ে ট্রেন অ্যাভেইল করুন । ( 2ft, Narrow-gauge Heritage Railway in Maharastra, ) চেষ্টা করুন ফেরার সময় ট্রেনে চড়ে ফিরতে , তাহলে scenic Beauty থেকেও বঞ্ছিত হবেননা, আবার ট্রেনও মিস হবে না ( ট্রেনের টাইমের ও ফেয়ারের চার্ট দেওয়া থাকলো, প্রয়জনার্থে সেভ করে রাখতে পারেন)
Matheran-এ খাওয়ার দাওয়ারের প্রচুর দোকান পেয়ে যাবেন , তাই আলাদা করে খাবার ক্যারি করার দরকার নেই।
পরের দিনগুলোয় Bhaja Caves , Duke’s Nose, Pawna Lake আপনাদের সুবিধামতন সময়মতন দেখে নেবেন । তারপর পুণে হয়ে চলে যান মালসেজঘাট, স্বর্গের মতন নয়,স্বর্গ নিজ পসরা সাজিয়ে বসে আছে, দুদিন , তিনদিন, চারদিন , পাঁচদিন নিজেদের সময়ানুযায়ী থাকুন।
মালসেজের ঝুলিতে যা যা পাবেনঃ

  1. Harishchandragad Trek
    2.Ajoba Trek
  2. Jivdhan Trek
  3. Naneghat Trek
  4. Climb to Konkan Kada
    এবার থাকার প্রসঙ্গে বলি -আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি পায় Airbnb, আপনি যদি লোনাভালায় থাকেন, তাহলে Airbnb Lonavala লিখে , পুণে তে থাকলে Airbnb Pune লিখে সার্চ করুন, কম খরচে অনেক অনেক অপশন পাবেন, এছাড়াও হোটেল , হোমস্টে হাজার হাজার , কোনো অসুবিধা হবে না ।
    কথায় আছে না সংসারে বাসনপত্র থাকলে ঠোকাঠুকি হয়,
    আমাদের ঠোকাঠুকি হয়নি ঠিক-ই, কিন্তু ছুটি ম্যাচ হয়নি,
    তাই টপলিস্টে থাকা দু-একখান স্বপ্নের ট্রেক না করেই ব্যাজার মুখে ফিরতে হয়েছিল। আমি তখন এক গামলা জলে পড়া পিঁপড়ের মত নিরুপায়!!!
    বাই এনি চান্স ,আপনি কি এবার অশ্রুসিক্ত উপসংহার খুঁজছেন???
    পাবেন না , হাজার খুঁজলেও পাবেন না !
    কারন বাড়ি ফেরার মাত্র ১ সপ্তাহ পরে আবার রওনা দিয়েছিলাম পশ্চিমঘাট, ফেলে আসা স্বপ্ন পূরণ করতে ।Friday অফিস করে ফ্লাইট,
    মাঝে মাত্র দুটো দিন, Monday ডিরেক্ট অফিস ।
    আর প্রাপ্তি? স্বপ্নের থেকে বাস্তব অনেক বেশি সুন্দর, অনেক বেশি প্রাণপ্রিয় , যা রন্ধ্রে রন্ধ্রে আজও অনুভব করি॥ – সে গল্প আপাততঃ মন-সিন্দুকে রাখা থাকুক,
    বলবো অন্যকোনোদিন, অন্যকোনোসময় ॥

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *