রাজ্যপাল সিভি আনন্দ বোস গতকালই তাঁর বরুদ্ধে ওঠা রাভবনের মহিলা কর্মীকে শ্লীলতাহানির অভিযোগ নস্যাৎ করছিলেন। বিজ্ঞপ্তিতে দিয়েছিলেন, নির্বাচনে ফায়দা তোলার জন্যই তাঁর বিরুদ্ধে এমন ঘৃণ্য অভিযোগ আনা হয়েছে। এদিন কন্ঠ বার্তার মাধ্যমে এক ধাপ এগিয়ে রাজভবনের কর্মীদের সতর্ক করে দিলেন রাজভবনে প্রবেশকারীদের।
রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন এক মহিলা। বৃহস্পতিবারে ওই অভিযোগের পরে পুলিশ জানিয়েছে, মহিলা নিজেকে রাজভবনের অস্থায়ী কর্মী বলে জানিয়েছেন। রাজভবনে দু’বার শ্লীলতাহানির শিকার হয়েছেন তিনি। এমনই অভিযোগ তার। তবে বৃহস্পতিবার রাতেই বিবৃতি দিয়ে মহিলার ওই অভিযোগ অস্বীকার করেছেন রাজ্যপাল। রাজ্যপালের বিবৃতি বলেন, ‘‘সত্যের জয় হবেই। সাজানো অভিযোগে আমি ভয় পাই না। আমাকে অপবাদ দিয়ে কেউ ভোটের ফয়দা খুঁজলে, ঈশ্বর তাঁদের করুণা করুন। তবে বাংলার দুর্নীতি এবং হিংসার বিরুদ্ধে কেউ আমার লড়াই থামাতে পারবে না।’’