শিশু দিবসে কচিকাচাদের নিয়ে শৈল শহরে মেতে উঠলেন মমতা

দেশের প্বৃরথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর জন্মদিন ‘শিশু দিবসে’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিশুদের সঙ্গে মিশে গেলেন। দার্জিলিংয়ে কচিকাঁচাদের সঙ্গে শিশু দিবস বিশেষভাবে পালন করতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে। বিভিন্ন স্কুলের পড়ুয়াদের সঙ্গে নাচে-গানে এ দিন খোশমেজাজে ধরা দিলেন ‘দিদি’। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস ও জেলা প্রশাসনের আধিকারিকরাও।
মুখ্যমন্ত্রী এখন দার্জ্জিলিং সফরে গিয়েছেন। সোমবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত টানা চারদিন ধরে পাহাড়ের বিভিন্ন জায়গায় যত মানুষের সঙ্গে দেখা করেছেন মুখ্যমন্ত্রী তাঁদের প্রত্যেকের হাতে হাতে ধরিয়ে দিয়েছেন চকলেট। আর এতেই খরচ হয়েছে নাকি ৩৫ থেকে ৪০ হাজার চকোলেট। আর তাতেই একেবারে দার্জিলিঙের সব দোকান থেকে ভ্যানিশ হয়ে গিয়েছে বাচ্চা-বুড়ো সকলের কাছেই এক বাক্যে প্রিয় এই চকলেট নামের বস্তুটি।
পাহাড় সফরের শেষ দিন। শুক্রবার তিনি কলকাতার উদ্দেশে রওনা দেবেন। এ দিন উত্তরকন্যার কন্যাশ্রীতেই রাত্রিবাস করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে সফরের শেষ দিন অর্থাৎ ১৪ নভেম্বর সকালে রিচমন্ড হিল থেকে বেরিয়ে মল রোডে হাঁটতে যান মুখ্যমন্ত্রী । সেখানেই কচিকাঁচাদের সঙ্গে মেতে ওঠেন তিনি । সবার সঙ্গে প্রথমে কথা বলেন। তারপর একটি স্কুলের পড়ুয়ারা মুখ্যমন্ত্রীকে গান শোনায় । মুখ্যমন্ত্রী শিশুদের মধ্যে চকোলেট বিলি করেন । তুলে দেন উপহার । মুখ্যমন্ত্রীকে জড়িয়ে ধরে খুশিতে মাতে শিশুরাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *