VI JOHN নিয়ে টুথ পেস্ট, সান্স ক্রিম ও ফোম শেভিং ক্রিম

মহানায়ক উত্তম কুমারের একগাল হাসিমুখ আজও বাঙালির হৃদয়কে  হিল্লোলিত করে তোলে। তার অন্যতম কারণ, তাঁর ঝকঝকে সাদা দাঁত। আর এই দাঁতের যথাযথ যত্ন নেওয়ার জন্যই এবার ‘ভিআই জোন’ নামক সংস্থা বাজারে নতুন দুটি টুথ পেস্ট এনেছে। কারণ এই সংস্থা সকলকেই মহানায়কের মতো হাসি উপহার দিতে চায়। এক ব্যক্তির হাসি যেন তার ব্যক্তিত্বের প্রকাশ হয়ে ওঠে। সঙ্গে যত্ন নেয় দাঁতের।
সংস্থার সিইও বিমল পান্ডে বলেন, ‘চারকোল ও অ্যালোভেরা এই দুই প্রকারের টুথ পেস্ট একেবারে নতুন প্রোডাক্ট হিসেবে বাজারে আনা হল। দাঁতের যত্ন নিতে এদুটির জুড়ি মিলবে না।‘ সঙ্গে ফোম সেভিং ক্রিমও লঞ্চ করা হয়েছে। দাঁড়ি কাটার পরে গাল খসখসে যাতে না হয়, সেজন্য এই ক্রিমে থাকছে ময়সচারাইজার।
কলকাতায় এক অনুষ্ঠানের মাধ্যমে ভিআই জোনস প্রচন্ড গরম থেকে রক্ষা করতে একইসঙ্গে নিয়ে এল একটি সান্স স্কিন প্রটেকশন ক্রিম। অন্যান্য সান্স ক্রিমের তুলনায়, এই ক্রিমে প্রখর সূর্য্য রশ্মী থেকে রক্ষা করার জন্য উপকরন বেশি মাত্রায় রয়েছে বলে দাবি করেন সংস্থার মার্কেটিং বিভাগের জেনারেল ম্যানেজার আশুতোষ চৌধুরী। তাঁর কথায়, ‘এখন উত্তর ভারতে গরমকালে স্বাভাবিক তাপমাত্রা প্রায় পঞ্চাশ ডিগ্রী সেন্টিগ্রেডে পৌঁছে যায়। ফলে সান্স ক্রিমও সেকথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে।’
‘নতুন যে ফোম সেভিং ক্রিম আত্মপ্রকাশ করল, তা একেবারে মাখনের মতো’, বলে দাবি করেন সিইও বিমল পান্ডে। তিনি আরও জানিয়েছেন, দুটি টুথ পেস্ট, একটি সান্স ক্রিম ও ফোম সেভিং ক্রিম সাধারনের ব্যবহারের উপযোগী করে তুলতে প্রায় এক বছর এগুলো নিয়ে গবেষণা করা হয়। সান্স ক্রিম একেবারে চর্ম চিকিৎসককে দিয়ে পরীক্ষা করানোর পর বাজারে আনা হল। এখন পশ্চিমবঙ্গ ও ওড়িষ্যায় এইসব প্রোডাক্ট গ্রাহকরা পাবেন।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *